শিরোনাম- একটি গাছ,হাজার প্রাণ/
কলমঃ-ইয়াসিন সেপাই
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
মাটির বুকে বৃক্ষ রোপন,একটি বড় দান,
সবুজ বুকে মানব জীবন,বাঁচবে অনন্তকাল,
বৃক্ষ মোদের জীবন দাতা, নেই কি মনে বল.?
একটি গাছ,হাজার জীবনের ফিরিয়ে দেয় প্রাণ,
তবু কেন হয়না মোদের,বিবেকে জাগ্রত আজকাল।
সবুজ মোদের জীবন পাখি, বেঁচে থাকার নীড়,
আজকে মোরা সবাই ঋণী, মহীরুহ কাছে সবাই,
শপথ মনে মুষ্টি তুলে,সবাই বলি,বৃক্ষ মোদের প্রাণ,
মানব সেবায় বৃক্ষ যত, দাঁড়িয়ে আছে পৃথিবীময়,
মানুষ খুনের সমান দায়ী,একটি গাছ কাটার দায়।
সবুজ বাঁচাও,সবুজ লাগাও,মানুষ আজ কোথায়,
বিবেক এখন লুপ্ত মোদের,মানুষ নামের লজ্জায়,
বাঁচবে সবুজ,জাগবে পৃথি,নেই কি মনে বোধয়.?
মানুষ তুমি সৃষ্টির সেরা,গাছ কি নয় মোদের প্রাণ.?
শপথ মোদের এটাই হোক,সবুজ বাঁচুক সাথে প্রাণ।
--------রচনাকাল/০১/০৬/২০২২
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া//