শিরোনাম- একদিন
কলমঃ-ইয়াসিন সেপাই/

একদিন যাবে ঝরে,অনেক দিনের ফোটা ফুল, সময় শেষে,মৃত্যু নামক যন্ত্রনা নিয়ে,
একদিন যাবে নিভে,দ্বীপ শিখাটি,প্রদীপের তলদেশ হতে বিচ্ছিন্নতা ভরা মন নিয়ে,
একদিন নদী শান্ত হবে,কুলহারা বেদনার যন্ত্রণার কাতর বুকে ধারণ করে।

একদিন যাবে ঝরে বৃক্ষ পাতা,মেয়াদ শেষে,মাটির বুকে জন্ম নিয়েছিল যেই খানে,
একদিন ছুটন্ত রাস্তায়, দাঁড়িয়ে যাবে হয়ত,ঠিকানা বদলের ঘূর্ণিপাকে,
একদিন শত-ব্যাস্ততা থমকে যাবে হয়ত,ধূলি ঝড়ে দমকা হওয়ার কবলে,
একদিন ভোরের সূর্য অদৃশ্য হবে,বন্ধ দুই চোখের পাতা এক ফোঁটা নেত্রকোনা অশ্রু জলে,

একদিন হারিয়ে ফেলবে হয়ত,বেঁচে থাকার আকাঙ্খা শেষ বিকেলে,কালো মেঘের দৃষ্টিতে,
মনের ভারাক্রান্ত চেপে রেখে,দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করবে, আমি কি ছিলাম আমার জন্যে.?
একদিন চেতনার বহিঃপ্রকাশ ঘটিবে হয়ত, দুনিয়া থাকতে দেবেনা কাউকে।

একদিন ভুলে যাবে হয়ত,আপন খোঁজের মানুষ গুলো বেঁচে থাকার তাগিদে,
একদিন মুখের গুঞ্জন থেমে যাবে হয়ত,বদ্ধ অন্ধকার ঘরের মাটির চার দেওয়ালে,
একদিন না বলা কথা গুলো স্মৃতি হয়ে রয়ে যাবে,জীবন খাতার মলাটের মদ্দিখানে।
______রচনাকাল- ১০/১২/২৯২২/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/