একরাশ
          অভিমান
_____________________

শ্রাবণ বর্ষার জল চোখে ছিল টলমল
আমার জন্য শুধু এক ফোটাও
জল ফেল্লে না ।
যাবার বেলায় তুমি আমাকে
কোনো কথা বললেও না
কেন বল্লে না
একবারের জন্য ফিরে চাইলেও না ।

বিদায় দিলেও না
বিদায় নিলেও না
মনেহলো আমি যেন
অপরিচিত।
অথচ তোমায় নিয়ে কাব্য করেছি
আমি অবিরতভাবে ,
একবারও তুমি আমার কথা ভাবলেও না।

কি দারুন আত্মম্ভরিতা আমার কাব্যের বইয়ের পাতা তুমি খুল্লেও না
অপনও হলে না
পরও হলে না
নীরবে চোলে গেলে ,
বুকে নিয়ে একরাশ মনব্রত
কেন যে তুমি অভিযোগ তুল্লে না
এক ফোটা চোখের জলও তুমি
তপ্ত মরু বুকেও ফেল্লে না ।

@...ইয়াসিন/২৪-০৭-১৯