____এক পলক দেখা____
                ===========

পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি দেখতে চেয়েছি তোমায়,কতবার,
দিলে না দেখা তবুও,তুমি আমায় এখনো একবার।
কি রোষাবেস হয়েছে তোমারই জানতে পারলাম নাও.. একবার।

প্রস্তরে দাঁড়িয়ে তোমার নাম ধোরে আবাহন দিয়েছি কতবার
তবুও দিলে না প্রতিভাষ কখনো মোনে করে একবার।
শেষে ক্লেশিত হয়ে ফিরে এসেছি সমতলে যে,আবার।

নীল আকাশে প্রবণ হইয়া  চেয়ে থেকেছি
বারে বার
মেঘেদের মোত ভেলাইয়া থাকো যদি, দেখে নেব একবার,
মেঘের আড়ালে থেকেও মুখ ফেরালে না তুমি কোনবার।

সবুজে খুঁজেছি তোমায় আমি,পাতার ফাঁকেতে বহুবার,
শুকনো পাতার মর্মরে পায়ের শব্দ করে চলে গিয়েছ তুমি কত বার।
পিছন ফিরে দেখেছি আমি অনেক বার,
হয়ত তুমি আমায় দেখছো আড়াল হতে বারে বার!

ফাঁকা নির্জন মাঠে সুদূর প্রান্তে দৃষ্টিসীমা রেখে খুঁজেছি অনেক ক্ষণ।
প্রখর আতপের লুয়ে প্রতিবিম্ব হয়ে, হারিয়ে গিয়েছো সারাক্ষন,
জলন্ত চোখের উষ্ণ অশ্রুবিন্দু নিয়ে ঘুরেছি আমি সর্বক্ষণ।

সাগরের কিনারায় দাঁড়িয়ে থেকে শুনতে চেয়েছি,তোমার সুরেলা আওয়াজ।
তরঙ্গের সাথে সুর মিলিয়ে তুমি
চলে গিয়েছো,বারবার।
সুর বিহীন হয়ে যখন তুমি ফিরে আসতে কিনারায়,
আমার পদতল ভিজে যেত তখন তোমার ছোঁয়ায় বারে বার।

সাগরের কিনারা দিয়ে হেঁটেছি বারবার,
পদচিহ্ন যদি খুঁজে পাই তোমার!
জানবো তুমি এই পথে দিয়ে গিয়েছো নিশ্চয় কোন বার,
হয়ত উত্থাল তরঙ্গে মুছে গিয়েছে পদচিহ্ন তোমার।

নূপুরে শব্দ শোনা যায় যখন দূরে কোথাও
মনেহয় তুমি চলেছ সেই নাচের তালের ছন্দ মিলিয়ে আবার,
আমার স্বপ্নচারিনি বুঝি চলেছে,পথে হেঁটে নাচের তালে কোথাও,
হবে নাতো দেখা তোমার,আমার,আর কোন কালে মনে হয়!

হেঁটে চলেছি আমি বেলাভূমি ধোরে, বালুতে অবলোকন করতে করতে।
যদি খুঁজে পাই তোমার নুপুরের একটি খন্ডীকরণ হাঁটার পথে তে,
যত্ন করে রেখে দেব আমার মন মন্দিরে
প্রদীপের দীপ্তি হয়ে রবে তুমি আমার চিত্তে।
জানি তুমি আসবে ফিরে একদিন তোমার নুপুরের অন্বেষণে এই মন্দিরে ।

তুমি যখন আসবে ফিরে এই পথ ধোরে
দেখবে তুমি,আমার,তোমার,ঘর গড়েছি বালুকা দিয়ে,
সাগর যে আজ অনেক..শান্ত আমার প্রণয় দেখে,
আসেনি সাগরের উত্থাল ঢেউ আজ, তোমার জন্যে আমার গড়া বালুর প্রাসাদ মুছে দিতে।

রেখে গেলাম আমার স্মৃতি বালু দিয়ে গড়া,তোমার আসার পথে,
বুঝে নিও এ জীবনে হয়ত দেখা হবে না, তোমার আমার সাথে ।
        
❤️অবুঝ মোন বুঝেও বোঝে না❤️
     ==============
    @...ইয়াসিন/০১-০৯-১৯