শিরোনাম-#এক_ফালি_চাঁদ_উঁকি_দেয়_ফুটপাতে
কলমঃ- #ইয়াসিন_সেপাই/
______________
ফুটপাত জুড়ে জৎস্না মাখা জীবন্ত চাঁদ উঁকি দেয় পরশ মাখা মায়ের আঁচল তলে,,,
আঁধার কালো আকাশ, পূর্ণিমার চাঁদ আলোকিত করে অপরের গরিমায় সবাই তা জানে,,
নিজস্ব আলোয় আলোকিত আজ দেখে যাও, এক জনম দুঃখিনী মায়ের ছোট্ট শিশু ফুটপাতে,।
সুখের পরশ গায়ে মেখে ঘুমিয়ে পড়ে ফুটফুটে কচি চাঁদ,গড়িয়ে পড়া নোনা জল পান কোরে,
কান্নার চিক শুনেছো কোনোদিন এই ফুটপাতে.? ও- পথচারি, প্রাণী কুলের শ্রেষ্ট জীব কান পেতে?
হাঁ আমরা মানুষ ভাবিনি কোনো দিনের তরে, দেখেছি দূর থেকে স্বার্থপর মনোভাবে।
দেখো চেয়ে কত সুখী আজ, তোমার আমার চেয়ে, এই ফুটপাত বাসী, না খেয়ে মাতৃ আঁচল তলে,,
বাবু তোমারা ব্যস্ত পথে হেঁটে যাও,ধোনিজন একগুঁয়ে মনোভাবে, ছুটন্ত পায়ে দিন রাতে,,
তবুও সুখী নয় গো তুমি, এমন জীবনের চেয়েও মৃত্যু শ্রেয়,বারে বারে উচ্চারিত মুখে ভাল্লাগেনা এ-জগতে.!
সুখী তো ওরা,দিন আনা দিন মজুরের এক ফালি চাঁদ যখন কোলে হেঁসে ওঠে ফুটপাতে,
বাবুদের বাড়ন্ত আকাঙ্খার বীজ,বিষ হয়ে বিধে থাকে মনের চার দেওয়ালে,
হাঁ ওরাই তো সুখী,ফুটপাতে যখন এক ফালি চাঁদের সঙ্গে খেলা করে আদর মাখা জোৎস্না গায়ে মেখে,।
রচনাকাল/11/11/2021/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/