এক চিকিৎসকের চিরকুট..!
কলঃ-ইয়াসিন সেপাই
25/03/2020
±±±±±±±±±±±±±±±±±±±±±±±±±
আমি আজ হারিয়ে গেছি,কোন এক অজানা দেশে,অজানা গন্তব্যে!
আমি আজকে পৃথিবীর নিয়মে,চিরনিদ্রায় ঢলে পড়েছি, অচেনা ডাকে,
পাও যদি দেখা ছুঁয়োনা আমাকে, বিদায় দিয়ো তুমি দূর থেকে, অশ্রু জলে ,
দুঃখ আমার নাহি ছিল, ওগো তোমার উপরে কোন দিনের তরে,
দুঃখ কেন তবে তোমার হবে ওগো.. আমার তরে বিদায় কালে?
দুঃখ ভুলিতে তবে তুমি রেখো,আমারে তোমার হৃদয় কুঠিরে যত্নে।
অবহিত থেকো তুমি পৃথিবীর মরণঘাতিক ভাইরাস থেকে নিজেকে বাঁচিয়ে,
আমি আর আসবো না কোনো দিনের তরে মায়াবী এই পৃথিবীতে।
অনন্তকাল ঘুমিয়ে থেকেও আমি সুখী,ওগো শুধু একজন চিকিৎসক ভেবে,
আমি রেখে গেলাম তোমার কাছে আমার সেই জীবন্ত আত্মাকে।
কথাকলি করো তুমি আমার জীবন্ত সেই আত্মার সঙ্গে দিন রাতে,
বুঝে নিও তুমি আমি একসাথে সেই আগের মত আছি দুজনে পৃথিবীতে।
বলে দিয়ো পৃথিবী সব মানুষকে,এ-এক মরন ভাইরাস যে,
আমার মতন কত শত চিকিৎসক দিয়েছে যে- প্রাণ,মানুষকে বাঁচাতে,
মৃত্যুর ভয় করিনি আমরা,একটি বারের জন্যে মানুষের সেবা করতে করতে।
কেঁদোনা তুমি আমার জন্যে, আমি এক শহীদ চিকিৎসক কোন এক দেশের।
মরে গিয়েও আমি দেখতে চাই,আবার পৃথিবী সেজেছে আগের মতন করে,
আবার মানুষ হাসবে,খেলবে, বিশ্ব ভুবন জুড়ে এক সাথে দলে দলে।
●●●●●●●●●●●●●●●●●●
(বিশ্বের সকল মানুষের সুস্থতা কামনা করি)