===এই_বাবুরা_সব_এক===
কলমে- ইয়াসিন সেপাই
তাং- ০৮-০৭-২০২০
---------------------------------------
এই বাবু তু মোহরে পানে হাঁ কৈরা চাইয়া থাকিস ক্যান..?
মুই ত এক গাঁয়ের কালো মাইয়া,তোহর কাছে মোর রূপের আছে কোন মান..?
তহর মত বাবুরা সব এক, গাঁয়ের মাইয়া দ্যাখলে পরে,হাঁ কইরা থাইকিস ক্যান,,?।
হামরা সব গাঁয়ের মাইয়া, মনটা মোহদের সরল ও নিষ্পাপ,
বাবুরা সব লোভ দ্যাখাইয়া , লুইটতে চায় সরল সিধে নিষ্পাপ দ্যাহের মান,
মোহরা সব গাঁয়ের মাইয়া বুঝিনা ওসব,, পিরিতি রসে ডুব দিলা কি হয়-রে পরিণাম,।
তাই বাবুরা সব,বাইরা বাইরা লোভ দেখাইয়া, গাঁয়ে আইসা নিতে চায় বনফুলের সাধ,
গাঁয়ের মাইয়া বড্ড সিধে, নেই কোনো মোহ'' তহরেদের মত উঁচা ল্যাখা পড়ার মান,,
গাঁয়ের মাইয়া লোভী নয়-রে বাবু, মইরা যামু তবু দিবোনা লাজ,,।
গাঁয়-ই মোদের স্বর্গ নরক, দেবনা বিলিয়া সোনার গাঁয়ের লাজ,
নগর সুখ দ্যাখাইয়া বাবু পারবিনা কাইড়া নিতে, গাঁয়ের মাইয়ার অলংকার আজ,,
গাঁয়ে মোহরা থাকি বটে প্যাটের জ্বালা নিয়ে, তবুও দিইবোনা বিলিয়া দ্যাহের শরম যে,,
মাইঠে ঘাইটা ঘুরিয়া ফিরিয়া,প্যাটের জ্বালা নিয়া,এক মুঠা অন্নের তহরে,,
শহরের বাবুরা দাঁড়াইয়া থাইকা,দেইখা ভাবে পিরিত বাহড়াইবো টাকার লোভ দিয়া,,
হইতে পারি গাঁয়ের মোরা কালো মাইয়া সব, বাবার কাছে আমরাও রাজকন্যা সব,,
তাই বলি বাবুরা সব ফিরিয়া যা, তোহদের সহর নগর অট্রলিকাতে,
গোলপাতার ছাউনি মোহদের কুঁড়ে ঘরে স্বর্গ খুঁজে পাই রে,,
গাঁয়ের মাটির সোঁদা গন্ধের প্রেম ছেড়ে, যাইবোনা নগরে কোনো দ্যানের তরে,
এটাই মোহদের অজর প্রথা,ভুইলা যাইবু না কোনোদিনের তহরে।।
===========================