ধুলো মাখা গাঁয়ের ছেলে
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
মোদের গাঁয়ে স্বর্ণ মাখা ধূলি পথে
শিশু মনে মাখছে ওরা,ধুলো অঙ্গে,
মনের সুখে ছুটে চলে তেপান্তরে
বিকেল মৃদু স্বর্ণ রোদে ফড়িং ওড়ে
কত রঙে ডানা মেলে অভ্র তলে
ধুল উড়িয়ে ধরছে ফড়িং উল্লাসে,
গাঁয়ের সব দুষ্ঠু ছেলে দল বেঁধে।
→→→→
বনফুল ভিন্ন রঙের মাঠের ধারে,
কত রঙে তরলমতি ডানা মেলে
আলতো ফুলের মাথায়,দোল দিয়ে,
খেলছে সুখে ইচ্ছে ডানার ভরকরে।
মৌ-মাছিরা গুনগুনিয়ে সুর-তোলে
বনফুলের পরাগ মাখা মধুর টানে,
সবুজ বনে অপর বর্ণে,ছুটছে বনফুলে।
→→→→
সন্ধ্যা হলো সূর্য মামা গেল পটে,
রাখাল ছেলে গরু নিয়ে গাঁয়ের পথে,
ঘরে ফেরার দলছুটে-রা এক সাথে,
মেঠো পথে ছুটছে ওরা, আল ধরে
ঘরে ফেরা গাঁয়ের পথে উল্লাসে,
ঘরে ফিরে দেখছে মা-দায়ে বসে ।
→→→→
সন্ধ্যা প্রদ্বীপ জ্বেলে,মা তুলসী তলে
ডাকছে সব ঝিঁঝিঁর দল আঁধার হতেই
জোনাকিরা উড়ছে সব পাতার ফাঁকে
পুবের কোনে পূর্ণিমার চাঁদ থালা হয়ে
খানিক পরে আলো দেবে ভুবন বুকে
মেঘের সাথে চাঁদ মামা খেলবে হেসে।
→→→→
চাঁদের আলোয় লুকোচুরি শুভ্র মেঘে
দেখবো জোৎস্না রাত, বাতায়ন খুলে,
গল্পের বুড়ি চাঁদে গেছে অনেক আগে
শুনেছি মোরা, দাদু-ঠাম্মার মুখ থেকে,
চাঁদ মামা খুব ভালো,প্রিয় বন্ধু মোদের
তাই ত মোরা চেয়ে থাকি সদা সময়ে
====================
🖊️..ইয়াসিন সেপাই/২৭-০১-২০২০