ধর্মের_রং★★
কলম- #ইয়াসিন_সেপাই//
মানুষ রুপি হায়না গুলো
খুঁড়ছে মাটি গহীন রাতে,
শুকুন বসে গাছের ডালে
মাংস খাবে অপেক্ষাতে,
গলির কুকুর সুখছে গন্ধ
রক্ত মাখা লাশের পাশে।
গুনবে বসে বাবু মশাই
ভোট গণনা কায়দাতে,
লাশের টুপি দাড়ি ধরে
রাজ কুরসি ধরে রাখতে,
হিন্দু মুসলিম উচ্চারণে,
ছিনিয়ে নিচ্ছে কর্ম তোদের।
ধর্ম এসেছিল স্বাধীন বেশে
বন্দি হলো রাজনৈতিকে,
ধর্মগুরু আসন পেতে,,
বিক্রি করছে ধর্ম ব্যবসাতে,
নিলাম উঠছে প্রার্থনা ঘরে
প্রসাদ হবে দামি কার হাতে।
____পশ্চিমবঙ্গী/ কলকাতা/ হাওড়া