দ্বীপের শিখায়–
             কাজল আঁকা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
      @....ইয়াসিন সেপাই--🖊️
________________________
তোমার দ্বীপের আলোর শিখার কালীতে
     আলতো ছোঁয়ায় কাজল এঁকেছি,
চোখের পাতার মিলনে রেখেছি আগলে
    ভিজতে দিইনি কখনো অশ্রু জলে।
শ্রাবনের মেঘে নবজলধর ঝর্ণার সুন্দর্য্য
   দেখিনি ত আমি এই কাজল নয়নে,
যদি মুছে যায় আমার কাজল অজান্তে,
   তাই ত আমি সদা থাকি চোখ বুজে
তোমার দ্বীপের আলোর শিখার কালীতে।

দ্বীপের আলো আমি দেখিনি ত.নয়নে!
    শিখার কালি রেখেছি যত্নে চোখে
চোখের পাতার ছোঁয়ায় বুঝে নিই বেদনে
    তুমি আছো আমার শোভিত চোখে।
নাই বা দেখিলাম দ্বীপশিখা নয়নে মোরে
   অনুভবে সুখপাই আমি অনন্ত কালে,
তাইত আমি ভাবোনে রোই,কাজল হাতে
   তোমার আঁধারী,নিত্য কাজল চোখে,
তোমার দ্বীপের আলোর শিখার কালীতে।

তুমি রবে এমনি করে মোর কালো আঁখিতে
   কেঁদিও না মোরে কাজল আঁকা চোখে
উত্তাপে অনুভবে নিই গো তোমার পরশ,
     বুঝে নিই তুমি আছো মোর কাছে,
তাই তোমার কাজল নয়নি জেগে থাকে।
     তুমি মোর উষ্ণ কামনার আলো,
দ্বীপের আলোর রাতে আমি আবেগপূর্ণি,  
    প্রিয়,তাই ত আমি রোই শিখা ছুঁয়ে
তোমার দ্বীপের আলোর শিখার কালীতে।
    
তোমার আলোয় আলোময় মোর অঙ্গে,
     অর্ধাঙ্গিনী হয়ে অপেক্ষায় জেগে
থাকি আমি তোমারই দ্বীপের আলোয়,    
     প্রসাধন ছেড়ে উন্মুক্ত হয়ে বসে।
দ্বীপের আলো নিভে যায় যদি মোর ঘরে
     কে দেবে জ্বেলে আঁধারী বাসরে,
প্ৰদ্বীপ জেলে যদি অবলোকন না করো
    কি হবে প্রসাধন ছাড়া কাজল চোখে,
তোমার দ্বীপের আলোর শিখার কালীতে?
      ======================
     🖊️...ইয়াসিন সেপাই/০২-০২-২০২০