শিরোনাম-দম্ভের জোর...
কলমঃ- ইয়াসিন সেপাই/
----------------------------------------
শান্তির নীড়ে ধুলো ঝড়,ঝাড়ু হাতে হাওয়ালদার
জানান দেয়,সময়কে সাক্ষী রেখে অবস্থান্তর,
হাজার ছলনায়,ছিনিয়ে নেব,সমস্ত অধিকার,
আমিতে আমি স্রষ্টার জগতে সৃষ্টি কি তোমার.?
ভাঙা গড়ার খেলা ঘরে,কে বা কার অবান্তর,
পুবের কোনে আঁখি পলক,ঢলে পড়েছে অস্তরাগ।

মানুষ মনে দম্ভ যখন, আছড়ে পড়ে ঢেউ হয়ে কিনারায়,
পাথর নুড়ি আঘাত কোরে বলে যায়,আমি ক্ষনিকের মেহমান,
আবার আসিব ফিরে,পীড়ন রূপে,সইবে তুমি কতবার
তুফান ঋতি-তে লন্ডভন্ড রূপ, পারবে কি সইতে শোচন।
জুয়ার পরে ভাঁটা আসে,নেই বুঝি মনে মাঝ দরিয়ার,
মানদন্ড ভোল বদলে,রাজদণ্ড রূপে জুলুম অত্যাচার।

দৌরাত্ম্য মনের আশা,বিন্যাস হবে একদিন সর্বনাশা,
মাটির পুতলা বিভূতি রূপে,ছার হয়ে মিশবে মাটিতেই,
তবু কিসের এত দম্ভ,অস্ত্বিত্ব তোমার কি"মৃত্যুর পরেও.?
প্রভূতা তোমার ছিনিয়ে নেব,স্রষ্টার দেওয়া প্রশ্রুতিতে,
বলের শক্তি দিয়ে ছিনিয়ে নেবে কি দুর্বলতার নীরবতা,?
নিয়তির তীর ছুটন্ত বেগে,বিঁধবে এসে,স্রষ্টার বাণী গুলো শেষে.!!
____রচনাকাল-১২/০৯/২০২২/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া