চোখের জলে-
               ঝরে পড়ে-
                       কত কবিতা...
   ◆°°°◆°°°◆°°°◆°°°●°°°●°°°◆

চোখের জলে ঝরে পড়ে আমার লেখা    কত কবিতা তোমার নামে,,
বুঝিনিত আগে আমি,ভালোবাসোনি তুমি কখনো আমারে!

তুমি যদি চলেই যাবে বিদারণ তবে কেন করেছিলে আমার সনে,?
আমার চোখের আবরক যদি হবে তুমি উর্বশী সেজে কেন এসেছিলে,?

মনের বাতায়ন খোলা আছে এখনো মোর তোমারই জন্যে,
মনে যদি পড়ে ফিরে এসো প্রিয় আমার পঙক্তি কলমে।

আবেশন করব তোমায় আবার নতুন করে ভালোবেসে,
চোখের জলে লিখবো না আর কবিতা তোমার নামে!

আঁখি বারী যে শুখায় গেছে মোর,তোমার নামে কবিতা লিখে,,
দোয়াতে লিখবো আমি আবার কবিতা, তোমার ফিরে আসা দেখে।

দোয়াত হবে না যে শেষ মম কবিতায়,
তোমার নাম লিখে,
বাজারে কিনতে পাওয়া যায় সামান্য কিছু দাম দিয়ে।

বুঝবে না তুমি প্রিয়,চোখের জলের মূল্য যে কত দামি,
নয়ন বারী ঝরিয়ে লিখবো না আর কবিতা তোমার নামে আমি।

যখন কলমের কালীর সুরভিত আবেশ ছড়াবে আমার পাতায়,
আমি বুঝে নেব তুমি এসেছ সংগোপনে আমার কবিতায়!

যখন দক্ষিণ বাতাসে আমার কবিতায় পরশ বুলাবে এসে
বুঝে নেব আমি,তুমি এস গেছ আমার খুব কাছে,চুপি সারে!!

যখন থামবে কোলাহল ঘুম নিঝুম আঁধার চারীদিকে
যখন আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলবে,

বুঝে নিও আমি তখন মনে গহনে ভাবছি,
তোমাকে নিয়ে কবিতা লিখে,
বিদায় সম্ভাষণ হয়ে পড়ো না ওগো প্রিয়, বিনিদ্র থেকো ওই রাতে।

বিহান পুবের গগনের কোনে যদি তুমি, আমায় দেখো
আমি আর দূরে নেই যেনো প্রিয়,একটু পরেই দেখা হবে দুজনাতে ।।
      ◆===========◆
     @...ইয়াসিন//২০-০৯-১৯//