শিরোনাম- #চোখে_চোখ/
কলম- #ইয়াসিন_সেপাই/
২৬/১২/২০২৪
ছিন্ন করে থেকেছ ভালো,
      বিশাল পাঁচিলের আড়ালে,
রক্তে মিশে আছে সম্পর্ক,
      ভুলতে পেরেছো কখনো.?

বেড়ে ওঠা দূর্বা আঁকড়ে,
      স্নেহ দিয়ে চুমেছে শিশিরে,
সময় শেষে মূল ছিঁড়ে ফেলে,
      পদতলে দিলে কুচলে.?

সময় হয়ত আসবে ফিরে,
      জীবনের ভাঙা সিঁড়ি বেয়ে,
চার আঁখি এক হবে রোজ ,
       দীর্ঘশ্বাস কি ভুলে যাবে.?

একই মায়ের গর্ভে তুই মুই,
       নাড়ীর টান তো দুই বক্ষে,
মিছে এই পৃথিবীর মায়ায়,
       বন্দি হয়েছি কি দুই জনে.?
©..........seapoy
____পশ্চিমবঙ্গ/হাওড়া/কলকাতা/