শিরোনাম- #চোখে_চোখ/
কলম- #ইয়াসিন_সেপাই/
২৬/১২/২০২৪
ছিন্ন করে থেকেছ ভালো,
বিশাল পাঁচিলের আড়ালে,
রক্তে মিশে আছে সম্পর্ক,
ভুলতে পেরেছো কখনো.?
★
বেড়ে ওঠা দূর্বা আঁকড়ে,
স্নেহ দিয়ে চুমেছে শিশিরে,
সময় শেষে মূল ছিঁড়ে ফেলে,
পদতলে দিলে কুচলে.?
★
সময় হয়ত আসবে ফিরে,
জীবনের ভাঙা সিঁড়ি বেয়ে,
চার আঁখি এক হবে রোজ ,
দীর্ঘশ্বাস কি ভুলে যাবে.?
★
একই মায়ের গর্ভে তুই মুই,
নাড়ীর টান তো দুই বক্ষে,
মিছে এই পৃথিবীর মায়ায়,
বন্দি হয়েছি কি দুই জনে.?
©..........seapoy
____পশ্চিমবঙ্গ/হাওড়া/কলকাতা/