বর্বর শাসকের__
কাশ্মীর অত্যাচার-
°°°°°°°°°°°°°°°°°°°°🇮🇳
কাশ্মীরে আজ অনাহারে কাঁদছে শিশু মার কোলে,
বাপ,মা হারা কোচি শিশু কাঁদছে কত অনাহারে,
বুলেট চলছে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশুর বুক ফুঁড়ে।
রক্তের স্রোত বইছে দেখো ভূসর্গের বুক চিরে,
বরফের গায়ে রক্তের ছিটে আছে জমাট বেঁধে,
মিডিয়া আজ বিক্রি সব শাসক দলের কাছে,
বর্বর শাসক আর চাইনা মোরা,নিপাত হোক আমার শান্তির ভারত থেকে।
বুটের শব্দে কাঁদছে শিশু,মায়ের আঁচল তলে,
ছুটছে দেখো কাশ্মীরি মা বোন আজ, প্রাণ ভিক্ষার তরে,
ভারতের আজ বর্বর শাসক দেখছে মোনের আনন্দেতে।
370-ধরা যদি তুলেই দিবি, নাগাল্যান্ডে কেন আইনের বাইরে,
নাকি শুধুই ছিল মুসলিম হত্যা তোদের পাপী মোন মন্দিরে?
হায়রে শাসক বর্বর পার্টি তোদের কি রহম নেই দিলে?
ওরাও ত আজ ভারত মায়ের সন্তান,কি দোষ ছিল ওদের ।
বুলেট দিয়ে কোরছিস ওদের,রক্ত মাংসের নিথর পাহাড়ের দেশ,
ভারতের আজ মুখে কালি মাখালি, বিশ্বের দরবারে,
নিজের সার্থে ধংস করছিস সুনাম ধন্য শান্তির ভারতবর্ষকে ।
~~~~~~~~~~~~~~||
সারে জাহান-সে,আচ্ছা হিন্দুস্তান হামার
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@...ইয়াসিন/২৮-০৮-১৯