☆বসন্তে অনুরক্তি☆
                 -----------------
            কলঃ--ইয়াসিন সেপাই
                 ২৩/০২/২০২০
ফাগুনের বসন্তে, লালির নেশায়,পলাশ-কে,
              প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে,কোকিলের মিষ্টি, কন্ঠ-কে,
              প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, দক্ষিণ মাতাল,হওয়া-কে,
              প্রেম করেছি আমি...!

ফাগুনের বসন্তে, রৌদ্রোদগ্ধ ঝরা পাতা-কে,
              প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, নবপল্লবের,নব রূপ-কে,
              প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, নবজীবন কুঞ্জবিতান-কে
               প্রেম করেছি আমি...!

ফাগুনের বসন্তে ফোটা, কৃষ্ণচূড়া বাহারি-কে,
               প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, ফুলের মাতাল,সুরভী-কে,
               প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, অলীদের গুন গুন,সুর-কে,
               প্রেম করেছি আমি...!

ফাগুনের বসন্তে,সখীর পলাশ গাঁথা খোঁপা-কে
             প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, আবির গালে মাখা,সখী-কে,
              প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, সখীর রং ভেজা আঁচল-কে,
              প্রেম করেছি আমি...!

ফাগুনের বসন্তে, সখীর উতলা করা মোন-কে,
              প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে,সখীর আলতা লাগা,ঘাস-কে
              প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে,সখীর পায়ের নুপুরে নাদ-কে,
              প্রেম করেছি আমি...!

ফাগুনের বসন্তে, লালি মাখা সখীর,অধর-কে,
             প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে,সখীর কাজল টানা আঁখি-কে
             প্রেম করেছি আমি...!
ফাগুনের বসন্তে, সখীর ললাটে,লাল টিপ-কে,
             প্রেম করেছি আমি...!
        ------------------------------------
               ফাল্গুন ১০/১১/১৪২৬
            ❤️💚কবির মনে💚❤️
ফাগুনের বসন্তে, হয়েছি আমি বাসনা বিলাসী,
কবির-মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসী!!