★★বসন্তের অনুরাগ★★  
            কলঃ- ইয়াসিন সেপাই
                 09/03/2020
        ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ফাল্গুন তুমি এলে বসন্তে,আবির নিয়ে হাতে,
ধরার বুকে,
পলাশ ও সিমুলে ভরিয়ে দিলে শাখী,ভুবন- কুঞ্জে,
নতুন ভরে শুভ্র মেঘে,ছড়িয়ে দিলে আবির, নীলিমার বুকে,
দোল পূর্ণিমাতে নদীর ঢেউ চিক-মিকিয়ে ওঠে, মনে হয় তরুণীর গায়ে রং লেগেছে।

দোল উৎসবে রবির কিরণে,ঝলমলিয়ে ওঠে সারা আকাশ পটে,
রবি ঠাকুরের শান্তিনিকেতনে, ভরে ওঠে আবির রাঙা উৎসবে,
নেচে ওঠে নিত্য সাজে বাংলার তরুণী যত,,
আবিরের সানকি হাতে,
লাল পেড়ে শাড়িতে, খোঁপায় বেল ফুলের- মালা দিয়ে।

কুমারীর ললাটে আঁকা চন্দন টিপে,পলাশ- রাঙা লাল দুই ঠোঁটে,
তরুণীরা সব পলাশের কৃষ্ণাচূড়া হাতে,নাকে- নোলক দিয়ে,
কত কবিতা,কত আবৃতি,কন্ঠ দিয়ে নিত্য-  তালে,মানায় দোল উৎসবকে।

ভুবন মাঝে ভরে ওঠে দোল উৎসবকে নিয়ে
মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন,
ঘরানা সাজে গাঁয়ের বধুরা বন্ধুত্বের বাঁধনে সম্প্রীতি গড়ে তোলে যখন,
এটাই মোদের দোল উৎসব, বার্তা দেয় বিশ্বের দরবারে তখন।।
           =====================
              রচনা কাল-০৮-০৩-২০২০
           =====================