○○বৈশাখী বরণ○○
কলঃ-ইয়াসিন সেপাই-
০৭/০৩-/২০--
★★★★★★★★★★★★★★★
ফাগুন ও চৈত্রের শেষে,এলি নব-বৈশাখী তুই, ভূষণ-সেজে,
হেনা ও জুঁই কামিনীতে,ভরিয়ে দিলি শাখী
ভুবন কুঞ্জে,
নতুন ভোরে শুভ্র মেঘে,আঁচল ওড়ালি তুই-- নীলিমার বুকে,
নদীর কলতানে সুর ওঠে,যেন মনে হয় তরুণী- বৈশাখীর কন্ঠে।
নব-বৈশাখে রবির কিরণ ঝলমলিয়ে ওঠে– সারা আকাশ পটে,
রবি ঠাকুরের জোড়াসাঁকোয় জন্ম ভিটেয় বৈশাখী গান গেয়ে---
নেচে ওঠে নিত্য সাজে বাংলার বধুরা আজ
আনন্দে মেতে---
লাল পেড়ে শাড়িতে,খোঁপায় জুঁই মালা দিয়ে।
কুমারীর ললাটে আঁকা চন্দন টিপে,পলাশ-- রাঙা লাল দুই ঠোঁটে,
গাঁধার কৃষ্ণতাগা হাতে পরে,তরুণীর নোলক- দুলে ওঠে,বর্ষবরণ রঙ্গমঞ্চে।
কত কবিতা, কত আবৃত্তি কন্ঠ দিয়ে নিত্য তালে,বরণ করে বৈশাখিকে।
বাংলার ঘরে ঘরে প্রদ্বীপ জ্বেলে,বর্ষবরণ রাত- ঝলমলিয়ে ওঠে,
ঘরানা সাজে নববধূরা দল বেঁধে,বন্ধুত্বের- বাঁধনে সম্প্রীতি গড়ে তোলে।
এইটাই মোদের বাংলার মায়ের একতান, জানে বিশ্বের ঘরে ঘরে।
=========================
রচনা কাল=ফাল্গুন-২২-১৪২৬/
মার্চ-06-03-2020/