#বিশ্বনবী মোহাম্মদ(সঃ)
-----------------------------
কলমে- ইয়াসিন সেপাই-#
৩০/১০/২০২০
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
বিশ্বনবী মোহাম্মদ......#
ধরার বুকে নামটি তার সর্বময় বিরাজমান।
নবী কুলের শিরোমনি......#
ভুলবোনা আমরা, তাহার উম্মাতে মোহাম্মদী।
পৃথিবীর বুকে একটিই নাম.......#
সৃষ্টিকুলের শিরোমনি আল-আমিন তাহার নাম ।
এ-তিম হয়ে এলেন দুনিয়ায়.....#
নিরক্ষর হয়ে জয় করলেন বিশ্ব, নেতা মোহাম্মদ।
হেরার পথে ধ্যান মগ্নে......#
ওহি" গহীন রাতে,আল কুরআনের আয়াত নিয়ে।
মিষ্টি মধু কোরআন তেলওয়াতে".......#
ছুটে এলেন মরুর বুকে, ছিল যত সব বেদুইনে।
নূরের প্রদীপ হাতে নিয়ে......#
আল ইকরা বলে ঝড় তুললেন মক্কা ও মরুতে।
দিন ইসলামের প্রচার বাণী......#
রক্ত ঝরল পাথর ঘাতে, সেই তায়েফের ময়দানে ।
সব পাথর-ই কেঁদে ওঠে.......#
পথের ধারে,বিশ্বনবী মোহাম্মদের,নাম ধরে উচ্চস্বরে।
এমন নবী পাবো কোথায়......#
কলেমা তৈয়ব লেখা যার নাম জান্নাতের দ্বারদেশে।
কলেমার প্রদীপ কিরণ দেখো.......#
রশ্নি ছড়ায় বিশ্বের ঘরে উম্মাতে মোহাম্মদী হয়ে।
বিশ্ব নবী মোহাম্মদ.......#
তোমার প্রেমে পাগল সব, যত আছে মোখলুকাত।
আজ দুঃখ নেব না, খুশী নেব......#
দাওনা বলে এই দিনে নবী এলেন" বিদায়ও নিলেন।
===================