শিরোনাম--#বিষমাঙ্গ_জরাগ্রস্ত_দেশ
কলমঃ-#ইয়াসিন_সেপাই
_______________________________
মরছে মানুষ জ্বলছে চিতা,ভারত জুড়ে কালো ধোঁয়া,
চারী দিকে তে কান্নার রোল,নাই দেশে নাই অম্লজান।

লুটিয়ে পড়ে মায়ের কোলে,শেষ নিঃশ্বাস ত্যাগ করে,
হাঁসছে রাজা কাঁদছে প্রজা,চিতা দিয়ে প্রদীপ সাজা।

শ্বসান ঘাটে লাশের সারি,রাজার আদেশ স্বর্গে গাড়ি,
বাতাসে আজ লাশের গন্ধ,বলছে রাজা প্রজার স্বর্গ।

ভারত মাতার বুকে উঠে,বলছে রাজা ভোটটা মারিস,
মোরছিস তোরা নিজের ভুলে,কাঁদিস না শ্বসান ঘাটে।

সোনার ভারত গড়বই আমি,চিতার ভস্ম দিয়ে আমি,
মানুষ মেরে হয়েছি নেতা,জানলি নারে বোকা শ্রোতা।

ভুলের মাশুল গুনছি মোরা, কাফন বাঁধা লাশে মোড়া
কান্নার শব্দ যায়না বোঝা,হিন্দু কি মুসলিম.....ওরা।।

মরছে মানুষ সারি সারি,বোকা রাজার ঘুম ভাঙেনি,
ওঠরে রাজা দেখরে চেয়ে,দেশটা জ্বলছে চিতা দিয়ে।

আর কতকাল ঘুমিয়ে থাকবি,ধর্ম হুলে বিষের বাঁশি.?
সৃষ্টির সেরা মনুষ্য জাতি,আয় ভেঙে দিই ধর্মের পাঁচিল।।
    __________________