শিরোনাম- বিশ্বাসের আঙিনায়
কলমঃ-ইয়াসিন সেপাই/
01/10/2022
______________
মিথ্যের মায়া জালে কাটাইলুম বহুদিন,
শেষ বিকেলে সে ছিল এক অভিনেতা.!
মানুষ মানুষের প্রতিশ্রুতি সে এক ছলনা,!
বিশ্বাসের ঘরে বসত,ভুল ছিল সে ভাবনা.!
অলীকের কাছে প্রত্যয়ের পরাভব যাতনা।
হেরে গেছি আজ বুঝি,নিখুঁত সাধন সাধনায়,
ভয় হয় মায়া জাল বুনতে,ফেরে যদি প্রয়াস,
দম্ভের জোরে মিথ্যে ভাষণ,ছাড়িয়ে যায় চূড়া,
মনেতে হাজার প্রশ্ন,বেলা শেষে অশ্রু তার উত্তর,
ছেঁড়া কাপড়ে বোঝা যায়,অজিন রংটি কি ছিল তার।
নহরে নোংরা স্রোত,ফাগুনের পাতা ঝরার আড়ালে,
তেমনি মনের ঘরে বয়ে যায়,দণ্ডাই কৈতব্বাদ স্রোত,
সূর্য্য ডুবেছে পশ্চিম কোনে,পুবের কোনে চেয়ে থেকে,
চোখের কোন বেয়ে ভিজে গেছে অববয়,বেলা শেষে,
নিয়তির লিখন ছিনিয়ে নিয়েছে দম্ভের জোরে জীবনকে,
হকের দাবিতে উড়বে নিশান,চিরকাল এই পৃথিবীতে,
মিথ্যের সর্বনাশ হবেই নিশ্চয়,শুধু সময়ের অপেক্ষাতে,
সত্যকে আড়াল করে,বিজয়ী হয়নি ইতিহাসের যুগে,
জেনে রেখ বিশ্বাসঘাতক,হৃদয়ের প্রদীপ টিমটিমাতে,
একদিন হৃদয়ের প্রদীপ শিখায়,পুড়ে যাবে তোমার অহংকার যত আছে।।
_____রচনাকাল- ২৮/০৯/২০২২/