বিনাস করো অশুভ শক্তি ##
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
●●●●●●●●●●●●●●●●●●●●●●●
কলমে-ইয়াসিন সেপাই/২০/১০/২০২০
দুর্গাসিনি বিনাস করো ------
জাতের নামে বজ্জাতি নরপশু অসুরকে,,
তোমার মেয়ে ধর্ষিত আজ ------
ছোট জাত দলিত বলে ভারত বুকে..!
রাত গহীনে চিতায় জ্বলছে------
অর্ধনগ্ন দলিত মেয়ে মনীষা অসহায়ে..!
হিন্দু উঁচু জাত লাঠিয়ালের -------
গণধর্ষণে প্রমান লোপাট ষড়জন্ত্রে,,
ধরণীর বুকে অসহায় আজ-------
যত আছে ছোট জাত দলিত তোমার নর ও নার,,
জাতের নামে কেন এত বিভেদ.-----?
ঘুচায়ে দাও মা তোমার অলীক শক্তি দিয়ে,
ভোরের শিশিরে শিউলির গন্ধে--------
রক্ত রাঙা,গহীন রাতের চিতার পোড়া গন্ধে...!
তোমার মেয়ে আসিফা,নির্ভয়া------
মনীষার রক্তে ভারত মাটি লজ্জিত যে।
আর কত সহয্য করতে হবে/-------
এই শান্তির ভারতে দুর্বৃত্তের অত্যাচার, দলিত মা বেটি-কে,,
দশভূজা মা ওঠাও ত্রিশূল-------
বিনাস করো জাতের নামে বিভাজন কারীকে।।
======================#
রচনাকাল- ১৭-১০-২০২০