#বিদ্যমান_বর্ষ
_____________★★★_____________
#কলমে_ইয়াসিন_সেপাই
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
বিদায় বলোনা গো,এমনি করেই যাই আমি,গণনা শেষে,একটা বছর পার করে,
আবার আমি আসবো ফিরে,নতুন প্রভাত কিরণ- মালা নিয়ে পুব আকাশে বেয়ে,
সাজাবো যতনে দিনগুলো,নতুন করে সুখের পরশ দিয়ে,রাখবো আগলে সবার তরে,
প্রতিদিন পুব আকাশে সূর্য উঠেবে, চুমা দেবে পশ্চিম কোন হতে,,মহান রবের এবাদতে,
নিশা নক্ষত্রমালা থাকবে,সেই আগের মত,মিটি মিটি করে জ্বলবে, আলোক সজ্জা সাজিয়ে,
মৃদু জোৎস্না নিয়ে হেঁসে উঠবে,চন্দ্রিমা আঁধার জুড়ে, মায়াবী রাতে প্রেমঞ্জলি দিতে,
কুঞ্জবনে জোনাকির দল উড়বে, ডানা মেলে শ্যামের আসার অপেক্ষাতে,
নদীর বালুচর চিক চিকিয়ে উঠবে,জোৎস্নার আলো মেখে অঙ্গে জড়াইয়ে,
পাখিরা গাইবে গান, সেই সুর তুলে গাছের শাখার পল্লবের, ফাঁকে ফাঁকে,
ফুলেরা দুলিয়ে মাথা, আলিঙ্গনে চুমা দেবে, একে অপরকে ভালোবেসে,
গুনগুনিয়ে ভোমরার দল উড়ে যাবে,বাগিচার ওই প্রান্তে,ফুলের মধু পিতে পিতে,
প্রিজাপতির দল,, ফুলে ফুলে পরাগ মিলন ঘটাবে সোনালী ডানার ভরকরে।।
সোনালী ধানের শীষ,মাথা দুলিয়ে সালাম জানিয়ে- বরণ করবে,নতুন বছরকে,
কচি কচি সবুজ দুর্বার দল,ভোরের শিশির মেখে, হেসে উঠবে নতুন বছরে
পথের ধারে,ঘাসের ডগায়,বনফুল পুস্ফুটিত হবে- খিলখিলিয়ে একসাথে থেকে,
ভোরের কুয়াশা ঢেকে দেবে চেনা সেই মেঠোপথ,, হয়-ত অচেনা লাগবে নতুন বছরে।।
আবার ছুটে যাবে,কচি কচি স্কুল ছুটেরা, মেঠোপথের ধার ঘেঁষে,বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে,
খুলে যাবে পাঠশালার গেট,ঘন্টা বাজিয়ে জানান দেবে ক্লাস টাইমের,,
মাস্টার মশায় ছড়ি ও চক হাতে নিয়ে,হাজির হবে ক্লাসে নতুন পড়া নিতে,,
ছেলেরা হুল্লোড়ে উঠবে বলে,,স্যার আবার আগের মত পড়বো মোরা স্কুলে।।
_________________রচনাকাল-৩০/১২/২০২০/