# বিদায় বলোনা গো...!
     ===================
    কলমঃ--ইয়াসিন সেপাই//
    তাং-- ০১/০৯/২০২০
----------------------------------
আমি দেখেছি তোমায়...বিদায় বেলায়,বেলা-- শেষে গোধূলি লগ্নে...!
আমি দেখেছি তোমায়...পাগলিনি বেসে ছুটতে দিক-বেদিকে...!
আমি দেখেছি তোমায়...কাজল নয়নি চোখে, অশ্রুবিন্দু মোতির প্রাচুর্য্যে...!
আমি দেখেছি তোমায়...কালো ধুসরমিশ্রিত বাতাসে উড়ন্ত এলমেলো কেশে...!
আমি দেখেছি তোমায়...লাল পেড়ে সাড়ির পাড়ে, লেগে থাকা শুকনো ঘাস ফুলে...!
আমি দেখেছি তোমায়...শাঁখা বিহীন হাতে,
হারিয়ে যাওয়া সিঁদুর সিঁথিতে...!
আমি দেখেছি তোমায়...না বলতে পারা কথা,লালচে আভা দুই নয়নে...!
আমি দেখেছি তোমায়...মুচড়ে যাওয়া বাম-  পর্শুকা-র কষ্ট অননের ভাঁজে...!
আমি দেখেছি তোমায়...মুরছে যাওয়া মনের প্রাণবন্ততা-কে...!
আমি দেখেছি তোমায়...সেকেন্ডে ৭২-বার কম্পিত হৃদয় স্পন্দন, একবার থেমে যেতে...!
আমি দেখেছি তোমায়...তোমার কষ্ট প্রতিটি অঙ্গরূহে নিস্তব্দতা-তে...!
আমি দেখেছি তোমায়...চিৎকার বিলাপ, পাখির দুই ডানার ঝটপটানিতে...!
আমি দেখেছি তোমায়...চেয়ে থাকতে দুর্বহ নয়নবারি অক্ষিগোলকে...!
আমি দেখেছি তোমায়...সেই অনুরাগ মাখা দুই ঠোঁটের ফাঁকে,নয়নাজলে ভিজে যেতে...!
আমি দেখেছি তোমায়...যে মালা দাওনি তুমি আমারে,এসেছ সমাধিতে দিতে...!
আমি দেখেছি তোমায়...ফিরে যাবার বেলায় বিদায় অশ্রু ছল ছল দুই চোখেতে...!  
     =======================