#ভিন্ন_মোর_বন্ধু....
কলমঃ- ইয়াসিন সেপাই
________________________________
সুন্দর সভাবের আমার একটা হিন্দু বন্ধু ছিল মুসলমানকে খুব ভয় পেত,,বড্ড ভালো মনের বন্ধু ছিল,ও...
ছোট্ট বেলায় সব সময় ও বলতো আমি এপিজি আব্দুল কালামের মত বিজ্ঞানী হবো,,
ও...কিন্তু কালাম কে ভয় পেত না..!
ও...কিন্তু মুসলমানকে ভয় পেত--------।

ও...খুব ক্রিকেট পাগল ছিল, তাই ও মোহাম্মদ আজহার উদ্দিনের ফ্যান ছিল খুব ভালো বাসতো, ওর প্রতিটি স্ট্রোকে আনন্দে হাততালি দিয়ে লাফিয়ে উঠতো।
ও....কিন্তু আজহার উদ্দিনকে ভয় পেত না....!
ও.....কিন্তু মুসলমানকে ভয় পেত---------।

ও...গান শুনতে খুব ভালোবাসতো গান মানে রফিকের নামে পাগল, মোহাম্মদ রফি সাহেবের ভক্ত,রোফির নাম নিলে জ্বি যুক্ত করতো,এতটাই ভালোবাসতো যে, ও বলতো রফি সাহাবের গলায় যেন ঈশ্বর বিরাজ করছে।
ও...কিন্তু রফি-কে ভয় পেত না...!
ও....কিন্তু মুসলমানকে ভয় পেত---------।

ও...কিন্তু বলিউডের মুসলিম যত নায়ক ছিল তার মধ্যে কয়েকটা নায়কের ভক্ত ছিল, ওদের ছবি ছাড়া দেখতো না,,
ও...কিন্তু শাহরুখ,সালমান,আমির খান,ইউসুফ-কে ভয় পেত না...!
ও....কিন্তু মুসলমানকে ভয় পেত-------।

ফ্লিম জগতে অহিদা রহমান,নার্গিস, মধুবালা সাদা কালো রূপে পাগল হয়ে যেত,,
ও কিন্তু নার্গিস,মধুবালা,অহিদা রহমানকে ভয় পেত না...!
ও....কিন্তু মুসলমানকে ভয় পেত-----------।

কবিতা সাহেরী পড়তে বা শুনতে খুব ভালো বাসত, তাই মির্জা গালিব,মির তকি-মিরের লেখা রোজ একবার করে সময় করে ঝালিয়ে নিত,,
ও...কিন্তু মির্জা গালিব,মির তকি-মিরকে ভয় পেত না...!
ও.....কিন্তু মুসলমানকে ভয় পেত----------।

ও কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতা ও শ্যামা সংগীত মনপ্রাণ দিয়ে শুনতো আর বলতো বাহ্ কি সুন্দর লিখেছ দুখুমিঞা একজন মুসলিম হয়েও..! কিনা..কালিকে ভক্তি রূপে কলমে ভালোবেসে লিখে ছেন।
ও কিন্তু নজরুলকে ভয় পেত না..!
ও....কিন্তু মুসলমানকে ভয় পেত--------।

যখন আমাদের দেশে স্বাধীনতা পালন হত তখন, ও নিজের পাড়ার ক্লাবে পতাকা উত্তোলন করতো তখন কিন্তু কবি ইকবলের সেই বিখ্যাত রাষ্ট্র সংগীত নিজে মুখে গাই তো, সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা,,
ও...কিন্তু কবি ইকবল-কে ভয় পেত না...!
ও....কিন্তু মুসলমানকে ভয় পেত--------।

ঈদের সময় প্রত্যেক বছর মুসলমানদের বাড়িতে সীমায় লাচাচা,বিরিয়ানি খেতে আসতো,খুব তৃপ্তি করে খেতে।
ও কিন্তু মুসলমানদের বাড়িকে ভয় পেত না...!
ও....কিন্তু মুসলমানকে ভয় পেত-------।

জাকির হোসেন, বিসমিল্লাহ খানের সানাইয়ের বড় ভক্ত ছিল, মানে পাগল ছিল।
ও...কিন্তু জাকির হোসেন, বিসমিল্লাহ খান-কে ভয় পেত না...!
ও......কিন্তু মুসলমানকে ভয় পেত---------।

কি নাই ভালোবাসত ও মুসলমানদের-----
কি জানি ছেলেটার কেন ভয় করতো মুসলমানকে..?

ও..কিন্তু.! ভগবানের তৈরি মুসলমানদের ভয় পেত না।

হাঁ---ও ভয় করতো রাজনীতি বিদদের মুসলিম বিদ্বেষের বর্ণনাকে......


নোংরা মানসিকতা রাজনীতির কিছু সুকুন-দের, মগজ ধোলাই করা সব্দবন্ধ উচ্চারণ গুলো ও মিডিয়ার নোংরা কাল্পনিক বর্ণনার মধ্যে দিয়ে ওর কানে যে কথা গুলো পৌঁছাত,সেই কথা গুলো ওর.. মধ্যে থেকে যাওয়ার ফলে------
মানসিক বিকৃতির শিকারে ও মুসলমানদের ভয় করতো।।