শিরোনাম- #ভিনদেশি_নয়_গো_তুমি
কলমঃ-#ইয়াসিন_সেপাই
___________________★
ভিনদেশি নয় গো তুমি........
হৃদয় নামক দেশটি যে, তোমার বসত বাড়ি।,
বুকের ভেতর বসত তোমার........
মনের দরজায় উঁকি দিয়ে, দেখি তোমায় আমি।,
ভাবনা নদীর বুক চিরে.........
ছুটে চলো, ছেঁড়া পালের সোনার তরী বেয়ে।,
শান্ত নদীর আরসি তলে.........
যখন তোমায় দেখি,আমার এক-তারাটায় সুর তুলি।,
বেলা শেষে, শেষ বিকেলে.........
বিদায় নেব রবি,আঁধার রাতে উজ্জলিত হবে তুমি।
উঠোন ভরা নক্ষত্র মাঝে..........
মিষ্টি জোৎস্না দিয়ে,ভরিয়ে দেবে ভুবন তখনই।,
জোৎস্না মাখা বালুকণা..........
নানান রঙে সেজে ওঠে,যেন অনেক সাধের প্রেমিক।
জোনাকিরা সব ছুটে বেড়ায়........
বনফুলের ঝোপে, ঝিঁঝিঁরা সুর তোলে সানাই সুরে।
ভোরের রবি পুব আকাশে.........
কিরণ মালা হাত বাড়িয়ে,আলিঙ্গনে প্রেমিক আদরে।
ফুলের বাগে টুকটুকে লাল.........
গোলাপ রানী সাজে,পাতার ফাঁকে ঘোমটা ঢেঁকে।
মৌমাছিরা সব গুনগুনিয়ে.........
ঢেউ তোলে বাগিচাতে,যৌবনি রস সংগ্রহের নেশাতে।
প্রজাপতি ডানার ভরে...........
পরাগ মিলনে ব্যাস্ত,রঙিন ফুলে আদর মাখা সোহাগে
অনেক ফুলের হয়না আদর..........
মালা গাঁথা না হলে,ঝোরে পড়ে বাগিচার সমাধিতে।
নিয়তির ছোঁড়া তীর.........
বিধলো বুকে,যন্ত্রনা কি তার, কেউ তা বোঝে।।
____________
রচনাকাল/০৪/১২/২০২১
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/