ভাঙা পিরিতির জৈবন জ্বালা
কলমঃ-ইয়াসিন সেপাই
________________★__________________
ক...তো কহন কোহলি তুই জোনাক জ্বলা রাইতের ভীড়ে, ভুইলা গেইলি মোহরে,কি দোষারোপে.?
ভাবায় মোহরে মনের কুল-এ, কেমনে পিরিতি ছিল রে তহরে সনে.!
মনের জৈবন উজাড় কইরা, দ্যাহের জৈবন বাঁইধা- রাইখা-ছিলুম, তহরে হেতু-তে,
পিরিত জ্বালা নাইরে মনে.! প্রেম পিরিতির ছুতা কেন ধইরা ছিলিস মোহর নাগাদে.?

খুদি থেইকে রাইখা ছিলুম,দুই নজর তহরে, ভরা- জৈবনে কৈতব দিহিলি কেমনে.!
কেমনে জীবন কাটাই মুই,তহরে না পাইয়ে ভরা- জৈবন কালে,
আনকা মেয়োমানুষের ঘর বাঁধীলি,নূতন সুখের সন্ধানে, ঝাঁজর ভেঙে উড়ে গেলি কিছু না বইলে.!
পাঁজর ভাঙার যন্ত্রনা শুনতে পেলি নারে,পাষাণ বুকে  ভুইলা গেলি,আঁখি বারী ঝরে না-রে ?

আন্ধার রাইতে নয়ন বারী,ঝরে অঝোরে ,আলতা রাঙা ন্যাঙটা পায়ে ছুটতে থাইকি,উপমিতি দ্যাহে,
ভুইলা গেইলি সব লেনা-দেনা,যা ছিল তহরে সনে মোহরে প্রেম পিরিতি গাথা রে,
কপাল মন্দ দোষ কি দেব,নিয়তির তীর বিধলো এসে মোর বুকেতেই.!!
রক্তক্ষরণ বন্ধ হইবে,মর্মঘাতের দাগ মিটবে কি আর এই জীবনের তরে রে.?

সুখের পরশ লাইগা থাকুক,তোহর জীবনে চির তরে, এই কামনা মোহরে।
ঘর বাঁধিয়া রাইখু ছিলুম,গড়বো জীবন তোহর সনে এক মুঠো রৈদ্দুর গায়ে মেইখে,
চাঁন্দের আলো গায়ে মাইখা, পিরিত করবো একই সমভিব্যাহারে ওই ঘরেতে,
বিইথা গেলে পিরিতি জীবন, আসায় আসায় থাইকা মুই,ভাবতে গেইল মনটা যে ব্যথাই ভরে রে।

পিরিত নলে পুড়াইয়া গেহলুম,কাম্যতা গুলো সব-- মনের ঘরে দাফন করিলুম,
মনের দহন প্রেমের জ্বলন,দুই মিলে স্যাস হইলুম এ জীবনে তোহর লাগি।
পিরিত জ্বালা বড্ড জ্বালা,জ্বলন বুক দ্যাহাই তোহরে   মুই কেমনে,
বাঁচুম যদি পিরিত নাহি,কিসের লাইগি মুই জিয়ন্ত রোই গেহলুম রে।।
_______পশ্চিমবঙ্গ-কলকাতা/১৪/০৭/২০২১