------ভক্তের স্বাধীনতা------
====================
কলমে-ইয়াসিন সেপাই/২৭-০৮-২০২০
●●●●●●●●●●●●●●
আমরা চাইনা স্বাধীনতা---------
এমন স্বাধীনতা....
যে স্বাধীনতায়, শহীদের রক্তে,রং খোঁজে ধর্মোন্মত্ত মনোবৃত্তিতে..!
আমরা চাইনা স্বাধীনতা-----------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, বীর শহীদের মা,এক মুঠো অন্নের তরে,দুয়ার খুঁজে বেড়ায় খিদের জ্বালায়..!
আমরা চাইনা স্বাধীনতা-------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, ইতিহাস লেখা হয় মিথ্যের পাতায়,প্ৰথম বীর শহীদের নামের পাশে এঁকে দেওয়া হয় দেশদ্রিহিতা....!
আমরা চাইনা স্বাধীনতা---------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, মায়ের কোলে, না বলতে-পারা কথা,শিশু নিরাপদ নয়..!
আমরা চাইনা স্বাধীনতা---------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, ভোরের সূর্য্য দেখার আগে নারী শিশুর গলাটিপে দেওয়া হয় জঠরে..!
আমরা চাইনা স্বাধীনতা-------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, দেশের মা-বোনেরা, পুরুষ চোখের আড়ালে নিরাপদ নয়..!
আমরা চাইনা স্বাধীনতা---------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, হিন্দু ও মুসলমানকে শব্দবন্ধ- উচ্চারণের জোরজুলুমে আলোক চোখে দেখা হয়....!
আমরা চাইনা স্বাধীনতা--------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, সূত্র-ভিত্তিতে স্বদেশিদের বিদেশি আখ্যা দেয়..!
আমরা চাইনা স্বাধীনতা--------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, জেলখাটা স্বাধীনতা--
সংগ্রামীকে ইতিবৃত্তে বর্বর মনোবৃত্তি থেকেও রেহাই দেওয়া হয়নি...!
আমরা চাইনা স্বাধীনতা--------
এই স্বাধীনতা....
যে স্বাধীনতায়, দেশের অনীক-এর বাক স্বাধীনতাকে'ভয়ানক ভাবে খর্বিত করা হয়...!
আমরা চাইনা স্বাধীনতা-------
এমন স্বাধীনতা...
যে স্বাধীনতায়, প্রখর রোদে তপ্ত শরীরে দিন-রাত এক করে, দেশে অন্ন যোগান দেওয়া চাষী ভাইকে আত্মহত্যা করতে হয়...!
আমরা চাইনা স্বাধীনতা--------
এমন স্বাধীনতা.....
যে স্বাধীনতায় পরিযায়ী শ্রমিকের বাজেয়াপ্ত- করা রেল টিকিটে, রাষ্ট্রের লাভ দেখায়..!