অলীক======
প্রেম======
______________________
তোমার মোনের কুলায় বাঁশির সুর
মেঠো পথে মন মাটি তুলেছে
বাউলের এক তারার মিষ্টি সুর।
মেঠো পথের গাছের তালি
বাবুই বাঁধে প্রেমের ঘরালি
তুমি আমি থাকবো জীবন ভোরই।
আঁকে বাঁকে গাইছে মেঠো পথ
ছন্দ তুলে মোদের মনের সুরে
অহং তুমি নিয়ে চড়বো প্রেমের রথ।
বৃষ্টি ভেজা গাঁয়ের মেঠো গন্ধে
সৃষ্টি হোক আকাশের বৃষ্টি মেঘের ছন্দে
মোরা সুর তুলব মোনের যুগল বন্দিতে।
আমি যে নতুন পথিক পাবো দেখা কবে
তোমায় খুঁজি সন্ধ্যা পাখির পথে
খুঁজতে নিশি হল শেষ, জোনাকির দেশে।
আবার আমি খুঁজতে গেলাম প্রাতে
বৃষ্টি ভেজা মেঠো পথের ধারে
অবশেষে পেলাম আমি রেখা পদ তলের।
হারিয়ে গেলে দূরের মেঠো পথের বাঁকে,
তোমায় নিয়ে তুলব সুর তরঙ্গে
শুভ্র পাতায় কলমের কালি দিয়ে।
এখন সদা মোনে ভাবি তোমার কথা
কেমনে রাঙিয়ে তুলি মুখটি তোমার
আমার তুলির রঙের চিত্রাঙ্কনে তে।
@...ইয়াসিন\০১-০৮-১৯