◆◆অনুরাগের "অভিমান"◆◆
         কলমে-ইয়াসিন সেপাই"
                ৩১/০৭/২০২০
     =====💓💓💓💓💓💓======
আমি-বেসেছিলুম ভালো---অজান্তে তোকে,
আমি-পারিনি বলিতে---কোনদিনের তরে,,
আমি-চেয়েছিলুম ভুলিতে---প্রয়াশে তোকে।

তুই-জানতে চাইনিস---একটি বারের জন্যে
তুই-বাসলিনি ভালো---আমাকে কেন যে..!
তুই-থেকেছিস মোরে---না বাসার ভান কোরে!

রোজ-খুঁজি তোকে---মনের আরশি তলে,
রোজ-ভাবি হবে দেখা---কোন এক দিনে.!
রোজ-খুঁজে বেড়াতাম---দূর পথের ধারে।

তোর-মনে জাগিতনা---প্রণয় আমার তরে,
তোর-কি অনুরতি সমাধি---হয়েছিল মনে?
তোর-অবলা মনে---ছিলোনা "নেহ" বুলি রে..!

তুই-যখন হেঁটে যেতিস---ধূলি মাখা পথে,
তুই-অপাঙ্গে কেন---আমায় দেখলি নারে!
তুই-নুপুর পায়ে---ছুটে ছিলিস মত্ততাতে।

ভুল-বুঝিয়া আড়াল হইলি---কোন অপরাধে?
ভুল-নাহি ছিল মোরে---যাচলি কেন না রে..!
ভুল-ছিল প্রেমের স্মৃতি---মমতাজের কাছে..!

তোকে-ভুলিতে পারিনি---আজো আমি রে...
তোকে-শয়নে স্বপনে---খুঁজি একলা রাতে,
তোকে-নিয়ে সুর তুলি---একতারা বাউল সুরে