শিরোনাম_ অনন্যা
কলম- ইয়াসিন সেপাই/
তাং-
আঁধার কালো রূপে গুনে...
তুমি ছিলে এক অনন্যা,
আলোর ছায়ায় তোমায় দেখি...
যেন কাজল নয়ণা ।

তোমার কালো কেশে শ্রাবণ ঘটা...
পেখম ময়ূরী দলে,
তোমার নাকের নোলক...
টাপুর টুপুর বরিষণ বাজে।

ঝুমুর ঝুমুর পায়ের নুপুর...
পথে পথে কদম ফুল দলে,
শাড়ির আঁচল যেন কাগজ তরী....
নালায় হেলে দুলে নাচে।

দীঘির জলে কমল যেন....
তোমার দুই ঠোঁটে বাঁকে বাঁকে
চোখের পাতা শ্রাবণ ধারা...
যেন কচু পাতার বৃষ্টি দোলে।