#অংশুমালির_অবকাশ
             কলমে- #ইয়াসিন_সেপাই
__________________★___________________
ক্লান্তি ভরা বুকে, নিমজ্জন সোনালী অংশুমালি গধূলি লগ্নে শান্ত নদীর কুলে---
ডুবন্ত সূর্যের বুকে কি ব্যাথা আমরা কি জানতে চেয়েছে কখনো একবার সে কথা।
বিকেলে সোনালী রোদের ঝিকিমিকি নদীর বুক চিরে বলে যায় আবার আসিব ফিরে---
পরিযায়ী পাখিদের দল উড়ে চলে যে-যার আপন মনে নীড়ে ডুবন্ত রবিকে দেখে।

রাতের নক্ষত্র খচিত সাজানো আকাশ কে বিদায় দিয়ে ভোরের রবিকে দেখার অপেক্ষাতে---
আঁধারের কাছে জানতে চাই কখন আসিবে ভোরের রবির কিরণ মালা এই ভুবনে।
প্রভাতে হাসি মুখে উদয় হয়, একরাশ স্বপ্ন নিয়ে এই ধরায় প্রাণী জগৎ-কে পথ দেখাতে---
মানব জাতি ব্যাপৃত হবে যে-যার কর্মের তাগিদে গন্তব্যে হতে গন্তব্যে আপন মনে।

নিজেকে অভিতপ্তে নতুন স্বপ্ন নিয়ে উদয় হবে জীবন চলার পথের আলোক পথিক হয়ে---
নেই গো অবকাশ নিশিত প্রহর শেষে উজলিত হয়ে আসিবে ফিরে সোনালী চাদর বিছিয়ে।
ভোরের মিষ্টি রবির কিরণ গায়ে মেখে বোনের পাখিরা গেয়ে ওঠবে ঘুম ভাঙানি গানে---
কচি ঘাসের আগায় শিশির কণা শোভা পাবে মুক্ত আবেশে এক ফোঁটা রোদে।

বিকেলে স্বর্ণমাখা রোদে হেঁটে চলা তরুণীর নাকের নোলক ঝিক-মিকিয়ে ওঠবে দুলে দুলে---
উঠোনে ভাঙবে ধান মিষ্টি রোদে গান গেয়ে,গোলা ভরাবে যে-যার আপন মনে।
গোল পাতা ছাউনি কুঠিরে এক ফালি রোদ্দুর সুখের আবেশে ছড়াবে উঠোন হতে কুঠিরে---
উঠোনে ছড়িয়ে থাকা ধান,খুটে খাবে অচেনা পাখিরা দলে দলে বাঁচার তাগিদে।

ফুটপাত কায় জীর্ন দুঃখী জন অপেক্ষায় শুধু কখন ভোর হবে একটু অরূণোদয়ে---
দিন আনা দিন মজুরের মনের ভাষা কখন কইবে, উঠিবে পুব আকাশের কোনে।
সেলে থাকা কয়েদির কুঠিরে বায়ুচলন ফাঁকে বইতে থাকা এক টুকরো রোদ্দুর সময় যে---
আমি তো দেখি সেই রবি যে রবিতে খুঁজে পাই রোজ আমার প্রাণ।।
________রচনাকাল- 30/02/2021//