শিরোনাম- অন্ধের পিরিতি দহন
কলমঃ- ইয়াসিন সেপাই

ভালোবাসার বর্ণনাচিত্র তুমি কোনোদিন দেখেছিলে?
না আমি দেখিনি...
কেন না,, আমি ভালোবাসার জগতে বাস করিনি।

মনের কুঠিরে হৃৎপিন্ড নামক বস্তুটি তুমি কোনদিন দেখেছিলে.?
না আমি দেখেনি....
কেন না আমি,,বুকে মাথা দিয়ে অনুভবে থাকিনি।

দুই চোখের গভীরতা তুমি কোনদিন দেখেছিলে..?
না আমি দেখিনি.....
কেন না,, আমি চোখে চোখ রাখতে জনিনি।

বাঁকা ঠোঁটের মাঝে মুচকি হাঁসি তুমি কোনোদিন দেখেছিলে..?
না আমি দেখেনি....
কেন না,, আমি হাসির মোড়কের ভিতর প্রবেশ করিনি।

অশ্রু ভেজা চোখ তুমি কোনো দিন দেখেছিলে..?
না আমি দেখিনি.....
কেন না,, আমি গড়িয়ে পড়া অশ্রুর রং বুঝিনি।

কারুর অপেক্ষায় তুমি কোনদিন দীর্ঘশ্বাস ফেলেছিলে..?
না আমি ফেলেনি.....
কেন না,, আমি কারুর অপেক্ষার সূত্র খুঁজে পায়নি।

মন পিরিতি যৌবন জ্বালার অনুভবে তুমি কোনোদিন থেকেছিলে?
না আমি থাকিনি.....
কেন না,, আমি মনের সওদা করিনি।

মনের আরশি তলে তুমি নিজেকে কোনদিন সাজিয়ে ছিলে.?
না আমি সাজাইনি.....
কেন না,, আমি আরশি তলে চোখে চোখ রাখিনি।

জোরস্না মাখা,আঁধার রাতে,স্বপ্নে আল্পনা তুমি কোনোদিন এঁকেছিলে.?
না আমি আঁকিনি.....
কেন না,, আমি ছিলাম এক দৃষ্টিহীন কিবা রাত, কিবা দিন প্রেমের পথিক,.!!!

________রচনাকাল 11/11/2021
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া//