আমরা ত স্বাধীন....?
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
কলমে- ইয়াসিন সেপাই
=======================
আজ আমরা স্বাধীন, বড্ড ভয় হয় বলতে, এখনকার ভারতে..!
পারিনি দিতে সম্মান,রক্তে ভেজা নিথর শরীর বীর শহীদকে..!
পারিনি বুঝতে শহীদ মায়ের চোখের জলের ভাষা,একটি বারের জন্যে..!
জানতে চাইনি একটি বারে,কি ভাষা লেখা ছিলো শহীদ মায়ের চোখে..!
দেখেছি শুধু ঢলে পড়তে, নাড়ি ছেঁড়া ধোনকে, রক্তে ভেজা মায়ের আঁচল তলে,,
আজ আমরা করেছি দ্বিভাগে-বিভক্ত,বীর শহীদ ভারত মাতার সন্তানকে..!
কিছু রাজনেতা সুকুনের দল,বলিদানের রং খুঁজছে ধর্ম ও জাতের ভিত্তিতে,
শহীদের রক্তের রং হয়না,বুঝলো-নারে হায়নার দল, এই মহান ভারতে,
শহীদের এক ফোঁটার রক্তের দাম, দিতে জানলি-নারে একটি বারের জন্যে,
এক ফোঁটা শহীদের রক্তের ওজন,হার মানে ভারতের মৃত্তিকা যে,
তোরা যে কঙ্কর জন,রাজনীতির রঙে- জানান দিস পবিত্র ভারতের মাটিতে,
কবরে শায়িত যত বীর শহীদের কপালে রক্তে- লেখা আছে হিন্দুস্তান হামারা হে..,
আজও শুনতে পাওয়া যায়,গোরস্থানের দূর- হতে, জয়-হিন্দ ধ্বনিত।
বন্দেমাতারাম ও নারায়েক তাকবীর--জয় ধ্বনিতে সব-সে উঁচা তিরাঙ্গা লেহরাতে-রাহেঙ্গে,হামারা সান,হিন্দুস্তান-মে..।
-----জয় হিন্দ....বন্দেমাতারাম-----