আমি শুধু একা
তোমারই জন্যে
দাঁড়িয়ে থাকা
========❤️========
নির্জন মাঠে রোদেলা দুপরে আমি শুধু একা,
আমার ঘর্মাক্ত শরীরে উষ্ণ বিন্দু মালার সারিকা হয়ে থাকো তুমি সদা।
প্রতিটা বিন্দু মালায় দেখা যায় তোমার প্রতিচ্ছবির রেখা।
আমি তখন অনুভব করে থাকি তোমার শরীরের স্পর্শতা।
°°°°°°°💎°°°°°°°
যখন তুমি থাকো আমার শরীর জুড়ে বিন্দিনী,
সুগন্ধ ভোরে যায় আকাশে বাতাসে তখনই।
দিশেহারা হয়ে অলিরা খুঁজিতে থাকে দিক-বেদিক,
পুষ্প ভরা বাগান আছে যে কোন দিক।
°°°°°°°💎°°°°°°°
আমি যখন নিতে থাকি সুপ্তির ঘোরে সুগন্ধির সমীরণ,
অলীক কল্পনায় এসেছিলে তুমি সুগন্ধি আবেশে যখন,
আমি তোমায় কল্পিতবেসে অভিষঙ্গ করতে থাকি বিন্দিনী।
°°°°°°°💎°°°°°°°
এখন যে আমার ঘর্মাক্ত শরীর সুখায় গেছে তোমার স্পর্শতায়,
কি ভালো যে বেসেছিলে তুমি, আমার সুপ্তির পরিমলের নেসায়,
তুমি ত এসেছিলে স্বপ্নের ঘোরে বিন্দিনী হয়ে।
°°°°°°°💎°°°°°°°
এখন যে থাকি আমি তোমার মনের ঘরে বন্দি,
দিও না নাড়া আমি যে এখন নিদ্রালুতা বেসে,
তোমার হৃদয় স্পন্দনের শব্দ আমার যে ভালো লাগে বিন্দিনী,
সেকেন্ডে কতবার যে শব্দ আমি শুনি তোমার বুকের মাঝে সারাক্ষণই।
@...ইয়াসিন সেপাই /১৯-০৮-১৯
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°