=আমি নিঃস্ব মানব=
কলঃ- ইয়াসিন সেপাই
23/03/2020
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি নিঃস্ব মানব বিশ্বের বুকে এখন এক প্রাণী, মৃত্যু আমার ত্রাস,
প্রাণী হয়ে জন্মেছি যখন,নিতেই হবে আমায় মৃত্যুর স্বাদ।
তবুও আমি দিন রাত চেষ্টা করি, একটু বেঁচে থাকার আশ্বাস,
জানি আমি এ-লড়ায়ে জয়ী হতে পারবোনা, মানতে হবেই হার।
বলতে পারিনি আমি কোনও দিনও! এই প্রাণটা ছিল আমার,
তবুও কেন এত দম্ভ ছিল আমার? প্রাণটা-ত, দানের ছিল স্রষ্টার,।
অনেকটা দিন,অনেকটা মাস,অনেকটা বছর,
চেয়েছি থাকতে পৃথিবীতে,
পারবো কি আজ ধরে রাখতে আমি, স্রষ্টার দেওয়া মায়াবী প্রাণটিকে!
চেষ্টা আমার বৃথা হবে বুঝলাম আমি এখন- যে, মহামারীর ত্রাসে,
আজ আমি বিবশ..দেখছি বসে বসে,প্রাণটা যে দিয়েছিল সে নেবে এবার কেড়ে!
স্রষ্টা তুমি সৃষ্টি করেছ,মোখলুকের কালে, শ্রেষ্ঠ জীব মানুষ জাতিকে ,
ঈশ্বরের ডাকে সাড়া দিতেই হবে আমায়, পৃথিবীর সব মায়া ত্যাগ করে।
তাই আমি রেখে গেলাম তোমাদের মাঝে আমার স্মৃতি খানি,
ভাঙা কলম, আর ছেঁড়া পাতায় লেখা,কুড়িয়ে পাওয়া অজানা কিছু বাণী।
অধ্যয়ন করে নিয় তোমরা অবকাশ পেলে, আমার রেখে যাওয়া কবিতা খানি,
জীবনে যত’ সঞ্চয় ছিল আমার,লিখে রেখে গেলাম তোমাদের কাছে আমি।
বিদায় যখন দেবে আমায়,ফেলনা তোমরা চোখের পানি,
তোমরা ত সবাই জানো,একদিন ছেড়ে চলে যাবো,পৃথিবীর শাশ্বত প্রথায় আমি।
●●●●●●●●●●●●●●●●
রচনাকাল= ২৩/০৩/২০২০/