অবিচ্ছেদ সঙ্গী...
কলমঃ- ইয়াসিন সেপাই
______________★_______________
নাহি চাহিতে শোনাতে কাহারে..এ যন্ত্রণার ভাষা,
তবু কেন ছাড়েনা মোরে অন্তরালে সমরুপতা,

ভেবে ছিনু অনেকবার,পিছু মোড়ে না দেখার,দমকা-
হাওয়া আবেশে পরশে দীর্ঘ্যশ্বাস বারে বার

শুনেছি কান পেতে, ভেঁসে আসা হাজার কথা, মেলাতে পারিনি অস্তিত্ব,ভুল কি ছিল আমার..!

বিমোহ ভুল যদি হয়,তবে কেন জীবনে বেঁচে থাকার আর এক নাম ভালোবাসা কয়.?

গিরিখাত পেরিয়ে,পর্বতশৃঙ্গে, ভুলে যাই পেরিয়ে আসা পথটি কেন বারে বার,

মায়ার বাঁধন ছিন্ন করে আসা যায়, মনেতে গেথে থাকা তীরের যন্ত্রনার রক্তক্ষরণ কি রোখা যায়.!

হয়ত ভুলবো ব্যাথা একদিন অজানা গন্তব্যের পথে চিরনিদ্রায় শেষ বেলায়,

বুঝবে সেদিন কি ছিল আমার কর্মবাসা,পেরেছি দিতে তোমাদের উজাড় প্রেমগাঁথা।

পেরেছি অনেক কিছু, বোঝাতে পারিনি এক মুখের অনেক কথা দুই মুখের ভাষার গুঞ্জনে,

মানিতে নাই বা পারিলে, হৃদয় ত বলিতে পারে কথা,
বেলার শেষে বুঝিবে অন্যের ব্যাথা,

পড়ে যদি মনে ফলকে লিখিতে হবেনা, সময় শেষে সাক্ষী রেখো তোমার মনের চিলেকোঠায়,

সময়ের সাথে মিলিয়ে নিও, তোমার জন্যে আমার মুখের আজান কিছু হারিয়ে যাওয়া কথা,,

অপেক্ষায় থেকে থেকে থমকে গেছে দুটি আঁখি, দুটি পাতার মিলন ঘটাতে পারিনি এখনো দিবা-নিশি

ভাবছো... আমি ছাড়া জ্বলজ্বলে নক্ষত্র, উঠোন ভরাবে এক্ষুনি,মন থাকুক আশিস তোমার প্রতি।।
_________রচনাকাল- 01/07/2021/