#আদুরী_খুকু
__________★★________
কলম- #ইয়াসিন_সেপাই
______________________
ছোট্ট সোনা খুকু সোনা-
মাতিয়ে দিত দালান খানা,
ছুটত যখন ছোট্ট পায়ে-
ঝুমঝুমিয়ে উঠতো বেজে,
চেনা দালান পর হবে রে-
বুঝতো না সে ছোট্ট মনে।।
সদা সময় বাবার বুকে-
মাথা দিয়ে জড়িয়ে ধরে,
বলতো খুকু বাবা আমি-
বন্ধু আমি তোমার মেয়ে,
এমনি করে রবো আমি-
তোমার কোলে চিরদিনই।।
সময় যখন হলো বিয়ের-
বাবার মনে ফুর্তি দু-চোখে,
বিয়ের সনাই বাজবে ঘরে-
রোশনাইয়ে ছাইবে ভিটে,
বিয়ের সাজে খুকু মোদের-
মানায় দেখো চেরি লালে।।
বিদায় খুকু নয়ন ভরা জলে-
ভারী মনে বাবার পানে চেয়ে,
এটাই যে শ্বাসতপ্রথা চিরতরে-
মানতে হ্য়রে সব বাবা মা-কে,
সারাজীবনের যত্ন ফুলের-
দিলাম ভার অচেনা মালিকে।।
পাঁজর মাঝে মুচড়ে ওঠে-
খুকুর চেনা ঝুমঝুম শব্দে,
আর যাবেনা খুকুর দেখা-
নুপুর পায়ে দালান তটে,
অবুঝ খুকু বলতো জেদে-
তোমায় ছাড়া থাকবো কেমনে।।
ধুর পাগলী বলিস নারে-
আমি যদ্দিন আছি বেঁচে,
মনের মাঝে ছোট্ট কুঠিরে-
ফাঁকা আছে তোরই জন্যে,
তুই আমার মায়ার সেকেন্ডে-
আমার হৃৎপিণ্ডের কম্পনে।।
উড়ো মেঘ ডানা মেলে-
থাকবে তোকে ছায়া করে,
শশুর ঘরে নতুন রূপে-
কাটবে জীবন পরম সুখে,
বাবার দোয়া সদা তোরে।।
_______________
_______রচনাকাল-০৭/০১/২০২১/