এ--কোন দেশ...!!
কলমে---ইয়াসিন সেপাই/১০/০৮/২০
=========================
যেখানে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, দেশের মানুষের মৃত্যুর ভয়ে কাঁদছে,,
সেখানে এমন এ-কটা দেশ-----##
রাষ্ট্রনেতা থালা বাটি বাজিয়ে উৎসব করার জন্যে আহবান করছে.....!
যেখানে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, দেশের মানুষ কি ভাবে খেয়ে বাঁচবে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে,,
সেখানে এমন এ-কটা দেশ----##
মোমবাতি আতশবাজি জ্বালিয়ে উৎসব পালন করছে....!
যেখানে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, মহামারীর--
প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় দিন রাত এক করে দিচ্ছে,,
সেখানে এমন এ-কটা দেশ----##
রাম মন্দিরের ভূমি পূজা ও সম্প্রীতি নষ্ট করার বন্দোবস্তায় করছে....!
যেখানে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, দেশের জনগণকে কি ভাবে অর্থ বা খাবার সামগ্রী পৌঁছে দেওয়া যায় ব্যাস্ত থাকে,,
সেখানে এমন এ-কটি দেশ---##
দেশের জনগণের টাকায় ১২০০, কোটি টাকার ভগবানের মূর্তি বসাচ্ছে...!
যেখানে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, ভাবছে জনগন কি ভাবে আর্থিক মান্দা কাটিয়ে উঠবে,,
সেখানে এমন এ-কটি দেশ---##
করোনা কীটের উপর ১৮% জি,এস,টি, লাগিয়ে জনগনের টাকা লুটছে...!
যেখানে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, করোনা মহামারী কি ভাবে আটকানো যায় চিন্তায় আছে,,
সেখানে এমন এ-কটি দেশ---##
করোনা নামে মহামারীকে বুড়ো আঙুল দেখিয়ে,ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য হাজার হাজার লোক নিয়ে সভা করছে..!
যেখানে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, রাজ ভান্ডার উজাড় করে জনগণের সেবায় নিয়োজ্জিত,,
সেখানে এমন একটা দেশ---##
জনগনের মহামরিতে দান করা টাকা অডিট হবেনা বলে জিগির করেছে...!
######'##______########
@....Yeasin seapoy_#