বিন্দু হয়ে এসে তুমি, বৃত্ত হয়ে ভাসো;
পড়ে যদি মনে আমায় একটিবার এসো।
হাসলে তুমি মুক্তা ঝরে, চোখ যেন স্বর্গকূল;
তোমাকে দেখার জন্য মনটা থাকে ব্যাকুল।

তোমার কোমল সুন্দর জবাব যেন;
চাদরে মোড়ানো নিঃসঙ্গতার গান।
তীক্ষ্ণ মায়াবী চোখের চাহনি যেন;
শত স্বপ্নের অভিযান।।

কি সুন্দর তোমার দাঁড়িয়ে থাকার ভঙ্গি;
কি অপূর্ব তোমার নীলাভ ভূষণ!
ওষ্ঠে তোমার করুণ, নিষ্ঠুর হাসি;
কেন জানি বলতে ইচ্ছে করে,
তোমাকে ভীষণ ভালোবাসি।।