তুমি থাকো সিন্ধু নদীর তীরে,
আমি থাকি উত্তপ্ত বালুচরে।
তুমি থাকো  রূপকথার এক দেশে,
আমি থাকি হিমালয়ের পাদদেশে!

শূণ্যপুরে থাকি আমি,
অবজ্ঞা করে যাও তুমি।
নিঃস্বার্থভাবে চেয়েছিলাম তোমায়,
তবুও তুমি- চাইলে না আমায় !!

-২২.০৪.২৫