আমি আসলেই ভয় পাই,
ভয় পাই তোমার হারিয়ে যাওয়া।
হাজার বারণের পরও আমি
তোমার সাথ পেতে চাই।
জানি, তুমি হবে না আমার,
তবু করি চেষ্টা হাজার।
তোমাকে ভালোবাসি, কাউকে বলার আগে
বলেছি আমার রবকে।
চেয়েছি তোমার তাহাজ্জুতে,
দেখো—
তুমি বাদে সবই আমার আছে,
তোমার সামনে ফিকে হয়ে যায় হিরা-মণিমুক্তা।
যদি সব দিয়ে তোমাকে কেনা যেত,
দিতাম আমি সবই।
তবে তুমি যে অমূল্য,
তোমার সামনে সবই তুচ্ছ।