শীতের স্নিগ্ধতা পূর্ণ
সন্ধ্যায় দেখি খুনসুটি প্রেমিক যুগল তারা
ভালোবাসায় যে পরিপূর্ণ , জানে না সে কথা তারা।
হাজার আক্ষেপ অভিমান তাদের,
নিমিষেই এক হয় তবুও তারা।
বুঝেনা তারা একে অপরকে,
তবে চেষ্টার কমতি কোথায়।
একটু ঝগড়া আবারো হাসি,
এটাই কি তবে ভালোবাসা?