জীবনে করেছি কত পাপ
জানি না মিলবে কি ক্ষমা কভু,
কত পরিতাপ,
দীর্ঘশ্বাস,
ক্ষমা করবে কি প্রভু?

কত আশা, কত ভালোবাসা,
সবই যখন বৃথা,
ক্লান্ত দেহের এই
দুটি নয়নে কি ঘুম আসে?

আজ যদি সে থাকতো আমার,
হাজার ক্লান্তি যেত কেটে,
দেখে তার হাসি মুখখানি,
যা কাটে আজ অন্য কারো।

এক তারে ভুলবার লাগি
ধরেছি হাজার,
তবু ভুলবার পারি না।
কি যেন মায়া,
আজও তার নয়নে
ধরে রাখে আমায় মায়ার বাঁধনে।

দিন যায়, আসে রাত,
তবু মনের গহীনে
তার স্মৃতি যেন দাবানল,
মনের কোনে পড়ে থাকা
অবুঝ প্রেমের ছায়ায়।

চেষ্টা করেও ভুলতে না পারা,
সে যেন আমারই কারাগার,
কভু মিলবে মুক্তি,
তার নয়নের সেই অন্তিম চাহনিতে?