নিষ্পলক দৃষ্টিতে দেখি তোমায়,
আজও যেন সেই প্রথম দিনের মতো—
যখন সময় থেমে যায়,
বিশ্বটা নিঃশব্দে ঘুরতে থাকে,
শুধু তুমি, আমি, আর এক মুহূর্তের নিরবতা।
তোমার চোখের মায়ায় হারিয়ে যাই,
যেন আজও সেই প্রথম দেখা!