ভালোবাসি, ভালোবাসি বলে তুমি,
আর এলে না...
ভালোবাসি তোমায়, আমি—
কেন বুঝো না?
নাকি বুঝেও করো না বুঝার অভিনয়?

এসো তুমি আবার,
করবো তোমায় আমার আপন।
ভালোবাসি তোমায়—
যেটা শেষ হবে না কোনোদিন...

এসো আর একবার,
কাছে এসে বলো— "ভালোবাসি"।
এই জীবন হবে শুধু,
তোমার নামেই...