দূরের ওই আকাশে তাকিয়ে দেখো কি?
তোমার ঐ আকাশে আমি তো আর নেই।
মেঘের মতন ভেসে চলে গিয়েছি অন্য জগতে
ফিরব না যে আর তোমার মাঝে।
তোমার হতে চেয়ে তোমার আর হইলাম কই
তোমার কথা মনে করে নিজেই শেষ হই!
হয়তো বুঝতে ছিল ভুল ,
তুমি যে আমার!
তোমাকে বুঝাতে গিয়ে বুঝলাম
সাধ্যের সীমান্ত।
শূন্য হাতে কী রাজকন্যা পাওয়া যায়
রাণী করবো আর কোথায়?
তুমি যেন কী,
দেখেই তোমার ছবি ঘটে মন খারাপের বিলুপ্তি!