মরা কে আর ক’বার মারবে সখি?
মেরেছিলি তুই আগেই আমায়,
নতুন করে দিলে হুমকি,
তাতে কি কিছুই যায়?
ছিলাম আমি অন্ধ তোর প্রেমে,
দিয়েছিলাম সব কিছু,
তুই কি আজও বুঝবি আমায়,
নাকি পথ হারাবি তুই?
আজ তুই এলি ফিরে,
চোখে স্বপ্ন, মনে ভয়,
ভালোবাসি বললি আবার,
পাবে কি তাতে সুখের ছোঁয়া?
তোকে রাখতে চেয়েছিলাম আপন করে,
তুই তো চলে গেলি দূরে,
আজ এলি দুয়ারে ফিরে,
আগের মতো নাচলি, ঘুরে,
তাতে কি মন ভরে?