তুমি  মুক্ত পাখি,
নীল আকাশে মেলো ডানা।
থেমো না তুমি পথের বাঁকে,
ফিরো না আর পিছু ডাকে।
যাও, উড়ে যাও অনন্ত পথে,
উড়ে যাও  সীমানার শেষে