কেমন করে বলব তোমায়,
ভালোবাসি।
তোমার জন্য লেখলে আবেগ,
শেষ হবে না আর কখনও।
ভালোবাসি তোমায় আমি,
তা কি আর বলতে হবে মুখে?
ভালোবাসি তোমায় আমি,
প্রকাশ করি ভালোবেসে।
তোমার চোখের এক ফোঁটা জল,
হাজার গা চাবুক আমার পিঠে,
তার চেয়ে আর কী থাকতে পারে?
তোমার কথা ভেবে যদি
দিন কাটে আমার,
এটাই কি ভালোবাসা?
তোমার দিকে তাকালে যদি
সময় থমকে যায়,
এটাই কি ভালোবাসা?
আমি তোমায় ভালোবাসি,
মুখে বলতে হবে তা কি?