দূরত্ব যদি হয় অনন্ত কোনো কাল তোমার আমার
আর যদি মনে পরে আমার কথা আবার
হেসো একগাল তুমি।
হয়তো তখনও তোমার মগ্ন আমি!
এবার তো নও তুমি আমার
পরের বার কী হবে আমার?
তোমার আশায় জন্ম হয় আবার,
শুধু হবে  আমার!